এছাড়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রথিতযশা চিন্তাবিদ ও বরেণ্য লেখক অধ্যাপক ডঃ সলিমুল্লাহ খান; জনাব মোঃ মহিদুল ইসলাম, প্রধান প্রকৌশলী (পুর), বিআইডব্লিউটিএ, ঢাকা; জনাব রকিবুল ইসলাম তালুকদার, প্রধান প্রকৌশলী (ড্রেজিং), ঢাকা; জনাব এ, কে, এম আরিফ উদ্দিন, পরিচালক, (বন্দর ও পরিবহন) বিআইডব্লিউটিএ, ঢাকা; জনাব মোহাম্মদ সালাহ্উদ্দিন, জেলা প্রশাসক, কক্সবাজার; মোঃ সাইফউদ্দীন শাহীন, পুলিশ সুপার, কক্সবাজার, জনাব এস এম আশিকুজ্জামান পরিচালক (বাণিজ্য), বিআইডব্লিউটিসি এবং কক্সবাজার জেলা প্রশাসনের সকল কর্মকর্তাবৃন্দ।
উদ্বোধনী অনুষ্ঠানের পূর্বে নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবঃ ড. এম. সাখাওয়াত হোসেন মহোদয়ের সঙ্গে জনাব সৈয়দা রিজওয়ানা হাসান, মাননীয় উপদেষ্টা, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয় কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ব্রীজ এবং ব্রীজ সংলগ্ন বাঁকখালী নদীর দখল, দূষণ এবং বাস্তবিক অবস্থা সরেজমিনে পরিদর্শন করেন। খুরুশকুল গোলচত্বরে নদী বন্দরের ফোরশোর সংক্রান্ত তথ্য উপস্থাপন করেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভাঃ) এ এস এম আশরাফুজ্জামান।
এছাড়া কক্সবাজার (নুনিয়ারছড়া) থেকে মহেশখালী (গোরকঘাটা) নৌপথে সীট্রাক উদ্ধোধনের পূর্বে কক্সবাজারের সার্কিট হাউসে কক্সবাজার নদী বন্দরের অবৈধ দখল দূষণরোধ, নদী বন্দরের ফোরশোর হস্তান্তর, সীমানা পিলার স্থাপন এবং ড্রেজ ম্যাটেরিয়াল সংক্রান্ত বিষয়ে বিবাদমান মামলা নিষ্পত্তিতে নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবঃ ড. এম. সাখাওয়াত হোসেন মহোদয় এবং জনাব সৈয়দা রিজওয়ানা হাসান, মাননীয় উপদেষ্টা, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয় মহোদয়ের উপস্থিতিতে জেলা প্রশাসক, কক্সবাজারের সভাপতিত্বে একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়।
অতঃপর মধ্যাহ্ন ভোজের পর বিকেলে নৌপরিবহণ উপদেষ্টা মহোদয় ও বিআইডব্লিউটিএ'এর চেয়ারম্যান মহোদয়সহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ খুরুশকুল আশ্রয়ন প্রকল্পের জেটি পরিদর্শন করেন। আশ্রয়ন প্রকল্পের সার্বিক দিক তুলে ধরেন লেফটেন্যান্ট কর্নেল মিরাজুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠান, সংশ্লিষ্ট সভা, খুরুশকুল ব্রীজ ও বাঁকখালী নদীর অবৈধ দখল, দূষণ পরিদর্শন এবং খুরুশকুল প্রকল্প পরিদর্শন কর্মকান্ডে কর্তৃপক্ষের বিভিন্ন বিভাগের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।